শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০৬:৪৫ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিটচুক্তির ৯৫ ভাগ সম্পন্ন: থেরেসা মে

আব্দুর রাজ্জাক: ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ‘ব্রেক্সিট’ চুক্তির ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সাংসদদের ব্রেক্সিট নিয়ে উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে এমন সম্ভাবনার কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। এর আগে সাংসদরা ব্রেক্সিট নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

সোমাবার মে বলেন, ‘হতাশ হওয়ার মত কোন বিষয়ই আমি দেখছি না। বেক্সিটচুক্তি নিয়ে প্রায় সকল প্রক্রিয়াই শেষ হয়েছে কিন্তু উত্তর আয়ারল্যান্ডের সীমানা নিয়ে একটি অচলাবস্থা এখনও চলছে। তবে এটিও বেশি দিন থাকবে না এমনকি আমরা এ থেকে চমৎকার ফলও পেতে পারি। আয়ারল্যান্ডের সাথে যুক্তরাজ্যের অধীনে থাকা উত্তর আয়ারল্যান্ড নিয়ে সমঝোতা হয়ে গেলেই ২০২১ সালের গোড়ার দিকেই ইইউ, রিপাবলিক অব আয়ারল্যান্ড এর সাথে ব্রিটেনের একটি নতুন সম্পর্ক আলোর মুখ দেখবে।’

তিনি আরো বলেন, ‘ব্রেক্সিটচুক্তি অবশ্যই হবে এমন প্রতিটি পদক্ষেপেই আমার আস্থা রয়েছে। তবে সামান্য কিছু পরিস্থিতি রয়েছে যার ওপর ভিত্তি করে ব্রেক্সিট বিরোধীরা এটি বাস্তবায়নে আরো বেশি সময় নিতে চায়। কিন্তু আমরা এটি হতে দেব না এমনকি কোনরকম প্রতিবন্ধকতাই রাখা হবে না বলেও তিনি প্রতিশ্রুতিও দেন।’ রয়টার্স, সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়