Skip to main content

খাসোগজি বিষয়ে সৌদি ব্যাখ্যায় এখনও অসন্তুষ্ট ট্রাম্প

সান্দ্রা নন্দিনী : তুরস্কের সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজির হত্যার বিষয়ে সৌদি আরবের ব্যাখ্যায় এখনও সন্তুষ্ট হতে পারেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বন্ধ হোক এটিও চান না বলে জানান তিনি। এর একদিন আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপের পর সোমবার হোয়াট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, একাধিক মার্কিন তদন্তকারী দল সৌদি ও তুরস্কে খাসোগজি হত্যাকাণ্ড নিয়ে কাজ করছে। মঙ্গলবারে তারা ওয়াশিংটন ফিরে এলেই বিস্তারিত জানা যাবে। সিআইএ প্রধান জিনা হ্যাসপেল এই মুহূর্তে খাসোগজি তদন্তে কাজ করতে তুরস্কে অবস্থান করছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছে এরসাথে সম্পর্কিত দু’টি সূত্র। ট্রাম্প বলেন, ‘এপর্যন্ত সৌদির কাছ থেকে খাসোগজি বিষয়ে যা কিছু শুনেছি, এর কোনটিতেই সন্তুষ্ট নই আমি। তবে, এটিও সত্য যে আমি আমার দেশে কোনও বিনিয়োগও হারাতে চাই না।’ এরপরেই ইউএসএ টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি বিশ্বাস করেন যে খাসোগজি হত্যাকা-টি এমন একটি পরিকল্পনা যা পুরোপুরি ভেস্তে গেছে।’ রয়টাস

অন্যান্য সংবাদ