Skip to main content

উত্তেজনার মধ্যেই রিয়াদে সৌদি-যুক্তরাষ্ট্র বৈঠক

সান্দ্রা নন্দিনী: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সোমবার বৈঠক করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন ম্যুচিন। সৌদি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকা- নিয়ে সৌদি আরবের ভূমিকায় বিশ্বজুড়ে চলা সমালোচনার মধ্যেই রিয়াদ সফরে গিয়ে যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন ম্যুচিন। বিন সালমান - ম্যুচিন বৈঠকটি একটি রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বৈঠকে সৌদি-মার্কিন যৌথ নীতিমালা বিষয়ে বিশেষ আলোচনা হয়েছে। তবে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। তবে, খাশোগজির হত্যাকান্ডের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এক্ষেত্রে বেশ গুরুত্ববহন করে। সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, তিনি হত্যার বিষয়ে সৌদি আরবের ব্যাখ্যায় এখনও সন্তুষ্ট নন। তবে একইসাথে, যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ ও কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়ীক লেনদেনও হারাতে চান না তিনি। বিবিসি

অন্যান্য সংবাদ