Skip to main content

মৈনুল পান্ডে হবে জানি ঠান্ডে

লুৎফর রহমান রিটন: মৈনুল গুন্ডে না মৈনুল পান্ডে? রাজনীতি কলুষিত তার অপকান্ডে! রাজনীতি না করেও খেতে চায় ক্ষীর সে খুনি মুশতাক তার চেতনার শীর্ষে। সেনা শাসনের প্রতি লকলকে মমতা দাম্ভিক মৈনুল শুধু চায় ক্ষমতা। রাজনীতি করে শুধু প্রতিশোধ-শর্তে প্রায়শঃ লুকিয়ে থাকে ইঁদুরের গর্তে। প্রকাশ্যে বের হয় বিশেষ মুহূর্তে অপরের অগ্নিতে নিজ আলু পুড়তে। 'মুজিব-আওয়ামী লীগে' বিপুল এলার্জি শিবিরের মঞ্চেও রাখে তার আর্জি। 'পাকি খোকা' হওয়া তার সুমহান লক্ষ্য অনায়াসে নেয় তাই ঘাতকের পক্ষ। পাকমন পিয়ারু সে, সেই ভাবধারাতে দেশ থেকে হাসিনাকে চায় শুধু তাড়াতে। কর্কশ এটিচ্যুড জমিদার বংশ আচরণে সভ্যতা ভব্যতা ধ্বংস। সকলেই তার কাছে উপহাসতূল্য কাউকেই দেয় না সে কানাকড়ি মূল্য। সব পেশাজীবিকেই ভাবে অধীনস্ত খিস্তিতে পরিবেশ করে তোলে ত্রস্ত। টিভি টকশোয় এসে করেছিলো খিস্তি অতঃপর শুরু হলো মামলার কিস্তি! পুলিশে ধরিয়া নিলো মৈনুল পান্ডে ক্লোজ হয়ে গেলো তার সান্ডে ও মান্ডে! মৈনুল পান্ডে হবে জানি ঠান্ডে উটপাখি পাড়িতেছে বড়া বড়া আন্ডে...!