শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০৪:৫৪ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকারি তৎপরতা বৃদ্ধি করতে হবে : অধ্যাপক নজরুল ইসলাম

তানজিনা তানিন : দেশের সড়ক ও যান চলাচলে যে নৈরাজ্য বিরাজ করছে তা আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। এই পরিবহন বিশৃঙ্খলা রোধে সরকারি তৎপরতা আরও বৃদ্ধি করতে হবে বলে মনে করেন নগরবিদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারের উচিত নীতি-নির্ধারকদের সঙ্গে বসে নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নে সচেষ্ট হওয়া।

তিনি আরও বলেন, দেশের পরিবহন বিশেষজ্ঞ, মালিক পক্ষ, চালক ও জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপে বসা দরকার। সকলের সম্মিলিত মতামতে নীতি প্রণয়ন করা যেতে পারে। এছাড়াও শহরে অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল বৃদ্ধি পাচ্ছে। মোটরবাইক আরোহীদের নিয়ম বহির্ভূত চলাচলে নানা দুর্ঘটনা ঘটছে। তাই মোটরবাইক ক্রয় ও চলাচলে নির্দিষ্ট আইন ও নীতিমালা প্রয়োজন বলে আমার মনে হয়।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ১১ জন মানুষের মৃত্যু ঘটেছে সড়ক দুর্ঘটনায়। এ সমস্যা রোধে পরিবহনে শৃঙ্খলা আনায়নে জনগণের সচেতনতা অনেক জরুরি। বেপরোয়া রাস্তা পারাপার বন্ধ, ফুটওভারব্রিজ ব্যবহার করা, বাস স্টপেজ ছাড়া বাসে ওঠা বা বাস থেকে না নামা ইত্যাদি বিষয়ে জনগণকে সতর্ক হতে হবে। জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগ গ্রহণ আবশ্যক বলেও মনে করেন এই নগরবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়