শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০৪:০৯ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি হাই-টেক ব্যবসায় রূপ নিচ্ছে !

দেবদুলাল মুন্না: একসময় দেখা যেত প্রায় সব দলই ত্যাগী নেতাকর্মীদের রাজনীতির মাঠে বেশি মর্যাদা দিত। তৃণমুলে যার যতো বেশি গ্রহণযোগ্যতা তিনি দীর্ঘদিন রাজনীতি করে নেতার পর্যায়ে আসতেন। কর্মীরাও তাদের সমর্থন দিতেন। কিন্তু এখন উল্টোচিত্র অনেক ক্ষেত্রেই । সম্প্রতি রাষ্ট্রপতি এক অনুষ্ঠানে রাজনীতিতে অবসরপ্রাপ্ত সচিব, সেনা কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী, সাবেক বিচারপতি, শিক্ষাবিদসহ প্রায় সব ফ্যাকাল্টিরই উচ্চপদস্থ মানুষজন রাজনীতি করতে চান সেই বিষয়ে খেদ প্রকাশ করেছেন। এটি এখন বাস্তবচিত্র। দেখা যাচ্ছে তৃণমুলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ নেই কিন্তু শিল্পপতি বা’ বিশেষ কেউ’ হওয়ার কারণে দলীয় বড় নেতাও হচ্ছেন এবং নির্বাচনে মনোনয়নও পাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন, রাজনীতি করাটা যেন এখন হাইটেক ব্যবসা।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পরিস্থিতি এখন এমনই । সারাজীবন মাঠপর্যায়ে রাজনীতি করেছি। মিছিল করেছি। পোস্টার লাগিয়েছি। মাইক বাজিয়েছি। একসময় এলাকার মানুষের সমর্থনে এমপি হয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে ক্ষমতা ও যোগাযোগ থাকলে হুট করেই রাজনীতিতে এসে মন্ত্রীও হওয়া যায়। মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করা লাগে না । ফলে রাষ্ট্রপতি যে বলেছেন, ‘গরীবের বউ সবার ভাবী’ এটি ঠিক কথাই বলেছেন। যারা অবসরপ্রাপ্ত ব্যুরোক্রেট তারা রাজনীতিতে এসে এমপি , মন্ত্রী হচ্ছেন। সব দলেই এমন হচ্ছে।

আওয়ামী লীগ নেতা ইসরাফিল আলম বলেন, আমার কাছে মনে হয় , রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নিয়ন্ত্রিত হয় না । সামরিক, বেসামরিক মানে আমলারাই , বড় কর্তাব্যক্তিরাই চালান। ফলে তারা যখন চাকরি থেকে অবসরে যান তখন রাজনীতিতে অগ্রাধিকার পান । আবার যখন চাকরি করেন তখন গোপনে নির্দিষ্ট দলের পক্ষে কাজ করেন বলে প্রশাসনও আর নিরপেক্ষ থাকছে না । এদিকে বড় বড় শিল্পপতিরাও রাজনীতিতে ঝুঁকছেন । এখন আমার সংসদীয় আসনে যদি ১০০ কোটি টাকার মালিক কোন শিল্পপতি নির্বাচনে প্রার্থী হন তখন আমার তো অন্তত ৫০ লাখ টাকা হলেও থাকতে হবে। তাই না ?
ফলে রাজনীতি করতে হলে টাকা থাকতে হবে এমন নির্মম অপরিহার্যতাও তৈরি হচ্ছে।

দেশের রাজনীতিতে , আওয়ামীলীগে এম এ মুহিত, গওহর রিজভী, তৌফিক এলাহী, এইচ টি ইমামসহ এমন অনেক সামরিক-বেসামরিক কর্তাব্যাক্তিদের নাম রয়েছে । বিএনপিতেও মোফাজ্জল করিম,মইন খান, সাবেক সেনা কর্মকর্তা মাহবুবুর রহমান, খোন্দকার মোশাররফসহ অনেকের নাম রয়েছে।

রাজনৈতিক এক বিশ্লেষক বলেন, এখন আর রাজনীতি ত্যাগের নয় । এখন রাজনীতি ভোগের । এখন জনগণের সেবার জন্য রাজনীতি নয় । এখন রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়