শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০২:২০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবার ভালোবাসায় মুগ্ধ আমি : জয়া

অভি মঈনুদ্দীন : গতকাল সন্ধ্যা সাতটার শোতে জয়া আহসানের নিমন্ত্রণে রাজধানীর যমুনা ব্লকবাস্টারে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ দেখতে উপস্থিত হয়েছিলেন অনেক তারকা। যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন অপি করিম, মিথিলা, ইমন, বিদ্যা সিনহা মিম, সিয়াম, কোনাল, পূজা, নাদের চৌধুরী’সহ আরো অনেকে। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের অনেক সাংবাদিক জয়া আহসানের আহ্বানে সাড়া দিয়ে ‘দেবী’ দেখতে উপস্থিত হয়েছিলেন। সবার কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে ভীষণ আবেগাপ্লুত ছিলেন জয়া আহসান। জয়া বলেন, ‘আমি চেয়েছিলাম আমার খুউব কাছের কিছু মানুষদের নিয়ে আমার প্রথম প্রযোজিত চলচ্চিত্রটি দেখা। সবার কাছ থেকে এতোটা সাড়া পাবো আমি ভাবতেও পারিনি। সবাই যার যার মতো সময় ম্যানেজ করে ঠিকই দেবী দেখতে এসেছিলেন। শুধু তাই নয় দেবী’র প্রশংসা করেছেন সবাই। শুধু যে আমার অভিনয়ের প্রশংসা করেছেন এমন নয়। নির্মাতা হিসেবে অনম’র প্রথম চলচ্চিত্র হিসেবে তাকেও সাধুবাদ জানিয়েছেন সবাই।

সত্যি বলতে কী একেক জন দর্শকের রুচিবোধ একেকরকম। সবার কাছে ভালোলাগা সৃষ্টি করা খুব কঠিন। কিন্তু তারপরো সবার কাছে দেবী’ ভালোলাগছে এটাই আমার জন্য অনেক বড় অর্জন। আর এটা সত্যিই বলতে হয় যে আজ হয়তো হুমায়ূন স্যার বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন। তার উপন্যাস দেবী’র চলচ্চিত্রের রূপ দেখে তিনিও নিশ্চয়ই খুশি হতেন। আমি আশা করবো যারা এখনো দেবী দেখেননি তারা হলে হলে গিয়ে দেবী’ দেখবেন। আমার বিশ্বাস কেউ নিরাশ হবেন না।’ জয়া আহসান চেষ্টা করছেন দেশের বিভিন্ন স্থানে দেবী’ প্রদর্শিত হলগুলো ঘুরে বেড়াতে। চেষ্টা করছেন দর্শকের সঙ্গে একই সারিতে বসে দেবী দেখতে। দেবী’র চলাকালীন সময়টা তিনি বাংলাদেশেই থাকার চেষ্টা করছেন। সরকারী অনুদানে জয়া আহসানের প্রযোজনায় ‘দেবী’তে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনতো চঞ্চল চৌধুরী। এছাড়াও আরো যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন জয়া আহসান , শবনম ফারিয়া, ইরেশ যাকের’সহ আরো অনেকে। গেলো গত শুক্রবার সারা দেশের ২৯টি সিনেমা হলে দেবী’ মুক্তি পায়। এদিকে সারাদেশে দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে দেবী’। আর তাই দেবী’র সাফল্যে অনেকটাই আনন্দে ভাসছেন জয়অ আহসান। জয়া’র অনেক সহকর্মীই হলে হলে গিয়ে দেবী’ দেখে যার যার অনুভূতি সরাসরি জয়ার কাছে প্রকাশ করছেন। আবার কেউ কেউ ফেসবুকেও দেবী’র জয়গান লিখছেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়