শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় ৬ ‘ভুয়া ডিবি’ গ্রেপ্তার

দৈনিক আমাদের সময় : রাজধানীর উত্তরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর বিভাগ)। গত রবিবার রাত পৌনে ১টার দিকে উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের রানা-ভোলা অ্যাভিনিউ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শামীম হোসেন, আল আমিন, আবু রায়হান, লিটন, মো. সেন্টু ও সুধির দাস। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ওয়্যারলেস সেট (ওয়াকি টকি), হাতুড়ি, লিভার, কস্টেপ ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা শামীমের নেতৃত্বে মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে যাত্রী উঠিয়ে নির্জন স্থানে নিয়ে যেত। এর পর মুখ বেঁধে অস্ত্র, ওয়্যারলেস হ্যান্ডসেট, ভুয়া ডিবি জ্যাকেট ইত্যাদি দেখিয়ে মারধর করে যাত্রীদের টাকা, মোবাইল ও ব্যাংক এটিএম কার্ডের মাধ্যমে টাকা কৌশলে তুলে নিত। এরা ছিনতাইয়ের জন্য মূলত গুলিস্তান থেকে মাওয়াঘাট অথবা আব্দুল্লাহপুর বা গাবতলী থেকে আমিনবাজারসহ সাভারের মহাসড়ক বেছে নিয়েছিল বলে জানায় ডিবি পুলিশ।

সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে উত্তরার ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম হোসেন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে একপর্যায়ে পুলিশও দুর্বৃত্তদের উদ্দেশে পাল্টা গুলি চালায়। এতে পুলিশের ৫ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় শামীমের বাম পায়েও গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল। চিকিৎসা শেষে শামীমকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া।
বিমানবন্দর জোনাল টিমের গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মাসুদুল ইসলাম জানান, গ্রেপ্তার ৬ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়