শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত নামলেই ভাড়ায় সিটিং, কাজে লোকাল

আহমেদ ইসমাম: রাজধানীতে রাতের আধারের সাথে শুরু হয়ে যায় গণ পরিবহনের নৈরাজ্য। সিটিং সার্ভিসের নামে চলয়েও তা মানা হয় না রাতের ঢাকায়। যেখান সেখান থেকে লোক নামানো আর উঠানোই হচ্ছে তাদের কাজ। এতে গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহণ করলেও ভাড়া নিচ্ছে সিটিং সার্ভিসের মত। কিন্তু কাজের বেলায় একেবারে লোকাল।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মজাম্মেল হোসেন বলে, আমারা যাত্রীদের অধিকারের জন্য কাজ করে যাচ্ছি। যতদিন না আমরা আমাদের অধিকার ফিরে পাই ততদিন আন্দোলন চালিয়ে যাব। এটার জন্য পুলিশের পাশাপাশি সাধারন মানুষকেও এগিয়ে আসতে হবে। কারণ সব সময় রাস্তায় সার্জেন্ট থাকা সম্ভব না। আর রাতের বেলায় সার্জেন্ট না থাকায় এই সুযোগটা আরো বেশি করে নেয়।

নিউ মার্কেটে একটি কাপরের দোকানে কাজ করা মিরপুরের বাসিন্দা সুমন বলেন, প্রতি রাতে কাজ শেষ হতে হতে ১১ টা বেজে যায়। এর পর বাড়ি ফিরতে হয় বাসে করে। নিউ মার্কেট থেকে মিরপুর যেতে সিটিং ভাড়া দিলেও তারা সারা রাস্তা লোক নামায় আর ওঠায়। এতে আমাদের করার কিছু থাকে না।

এমনি রাতের চিত্র দেখা গেছে রাজধানীর অধিকাংশ রুটের সিটিং সার্ভিসগগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়