শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০৩:৪৬ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধুমপানবিরোধী প্রচারনায় ভন্ডামির অভিযোগ ফিলিপ মরিসের বিরুদ্ধে

আসিফুজ্জামান পৃথিল : ধুমপায়িদের ধুমপান ছাড়তে উৎসাহিত করার একটি প্রচারণায় ভন্ডামির অভিযোগ উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ সিগারেট উৎপাদক কোম্পানি ফিলিপ মরিসের বিরুদ্ধে। তবে মার্লবোরোর উৎপাদকরা বলছেন এটি তাদের সিগারেট ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে ক্যান্সার রিসার্চ ইউকে বলছে, এটি মার্লবোরোর ভিন্ন পণ্য যেমন হিটেড ট্যোবাকো বিক্রির একটি উদ্যোগ। তারা এটিকে কৌশলগত ভন্ডামি বলে উল্লেখ করেছে। ক্যান্সার রিসার্চ ইউকে’র তামাক নীতি সম্পর্কিত ব্যবস্থাপক জর্জ বাটারওয়র্থ বলেন, ‘মানুষকে ধুমপান ত্যাগ করানোর জন্য ফিলিপ মরিসের উচিৎ সিগারেট উৎপাদন বন্ধ করে দেওয়া।’

সংস্থাটি বলছে সিগারেটের কারণে যুক্তরাজ্যে ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তারা বলছে বিশ্বজুরে সিগারেট এবং সিগারেট জাতিয় সকল পণ্যের উৎপাদন বন্ধ করতে হবে। এমনকি ই-সিগারেটের উৎপাদনও করা যাবে না! স্বাস্থ্য সহায়তা সংস্থা। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ (অ্যাশ)ও এ প্রচারণার সমালোচনা করেছে। তারা বলছে সোমবার ডেইলি মিররে ৪ পৃষ্ঠার বিজ্ঞাপন দিয়ে ফিলিপ মরিস যুক্তরাজ্যের তামাক বিরোধী আইনের লঙ্ঘন করেছে।

যুক্তরাজ্যে সিগারেটের কোন রকম বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ। তবে ফিলিপ মরিসের মতো বড় কোম্পানিগুলো এর বিকল্প উপায় তৈরী করেছে। এমনকি গত বছর আইন করে সিগারেট প্যাকেটে কোম্পানির নাম লেখা পর্যন্ত বন্ধ করা হয়েছে। এর বিকল্প সুবিধা নিতেই ফিলিপ মরিস মিররে আলাদা জ্যাকেট ব্যবহার করে রঙিন বিজ্ঞাপন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়