Skip to main content

দক্ষিণ আফ্রিকায় অগ্নিদগ্ধে নিহত জামালপুরের ইব্রাহীম খলিলের বাড়িতে শোকের মাতম

শরিফুল ইসলাম ঝোকন, জামালপুর: দক্ষিণ আফ্রিকায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাংলাদেশী শ্রমিকের মধ্যে নিহত ইব্রাহীম খলিলের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার চর পলিশার বেতমারী গ্রামে। নিহত ইব্রাহীম খলিল ওই গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। ৩ ভাইয়ের মধ্যে সবার বড় সে। ইব্রাহিম খলিলের মৃত্যুর খবরে বেতমারী গ্রামসহ জামালপুরে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে চলছে আহাজারি। ইব্রাহিম খলিলের বাবা মাহফুজুর রহমান জানান, ৯ বছর আগে ইব্রাহিম খলিল দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে বাংলাদেশি মালিকানাধীন এক মুদির দোকানে কাজ করতো। ২০ অক্টোবর মুদির দোকানে অগ্নিকাণ্ড সংগঠিত হলে ইব্রাহিম খলিলসহ ৪ বাংলাদেশী আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তাঁর ছেলের লাশ বাংলাদেশ সরকারের মাধ্যমে দেশে আনার দাবি জানান মাহফুজুর রহমান।