শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুবি থিয়েটারের প্রতিকী প্রতিবাদ

আবু বকর রায়হান, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদের উপর বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিকী প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটার। সোমবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিকী প্রতিবাদ জানানো হয়।

প্রতিকী প্রতিবাদে হামলার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। সেই সাথে হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রতিকী প্রতিবাদে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হরিদাস চক্রবর্তী পঙ্কজসহ থিয়েটারের অন্যান্য সদস্যবৃন্দ।

হামলার প্রতিবাদ প্রসঙ্গে থিয়েটারের সভাপতি বলেন, 'দ্বীনের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আমরা থিয়েটার পরিবার খুবই ব্যথিত। বেশকয়েকবার প্রক্টরকে এ বিষয়ে জানানো হলেও কোনো অগ্রগতি নেই।আশাকরি,বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।'

উল্লেখ্য গত ১১ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ও থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ আহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়