শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাজিকিস্তানের কন্ডিশন মোকাবেলাই বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে আগামী বছর। তবে এর আগেই শুরু হয়েছে বাছাইপর্ব পার হওয়ার লড়াই। এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশের কিশোরীরা অবস্থান করছে তাজিকিস্তানে। গ্রুপ ‘ডি’ থেকে বড় প্রতিপক্ষ মোকাবেলা করার আগে মারিয়াদের বড় চ্যালেঞ্জ কন্ডিশন মোকাবেলা। কেননা তাজিকিস্তানের ঠাণ্ডা আবহাওয়ার সাথে মানিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের কিশোরীরা।

২০ অক্টোবর রাজধানী দুশানবেতে পা রাখে মারিয়া-মৌসুমীরা। আর গত রোববার সেখানে প্রথম অনুশীলন করেছিল। দিনের শুরু থেকেই স্থানীয় মাঠে অনুশীলনে পসেশন নিয়ে শিষ্যদের সঙ্গে কাজ করেন কোচ গোলাম রব্বানী ছোটন। এরপর শটিং ও পাসিং নিয়েও আলাদা করে অনুশীলন করে মেয়েরা।

২৪ তারিখ প্রথম ম্যাচে নামার আগে প্র্যাকটিস সেশনে বেশ ঘাম ঝরিয়েছে স্বপ্না-কৃষ্ণা-তহুরারা। শট, পাস ও পসেশন নিয়ে রব্বানী অনেক সময় ধরে কাজ করেছেন শিষ্যদের নিয়ে। গতকাল শামসুন্নাহাররা খেলেছে প্রস্তুতি ম্যাচও।

বুধবার ২৪ অক্টোবর তাজিকিস্তানে বাংলাদেশ প্রথম মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। ‘ডি’ গ্রুপ থেকে পরের ম্যাচে শুক্রবার চাইনিজ তাইপেকে মোকাবেলা করবে। আর স্বাগতিক তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে ২৮ অক্টোবর রোববার।

গত ১৯ অক্টোবর দীর্ঘ বিমান যাত্রা শেষে তাজিকিস্তানে পা রাখে কিশোরীরা। যাত্রার ক্লান্তি কাটিয়ে একদিন বিশ্রামের পর অনুশীলনে নেমেছিল জুনিয়র কিশোরীরা। এই টুর্নামেন্টে যাওয়ার আগে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নিশপের শিরোপা জিতেছিলো বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়