শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:২৭ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরে সোয়া কোটি টন খাদ্য ও বীজ আমদানি করতে হয় দেশে

মতিনুজ্জামান মিটু: উদ্ভিদজাত খাদ্য ও বীজের বিশাল ঘাটতি নিয়ে চলছে দেশ। বছরে আমদানি করতে হয় প্রায় ১ কোটি ১০ লাখ মেট্রিক টন খাদ্য ও বিভিন্ন ফসলের বীজ। প্রতি বছর চাল, গম ও ভূট্টাসহ দানা জাতীয় সব ধরণের খাদ্য, আলু বাদে সব ধরণের সবজি, কাঁচা ও শুকনা ফল, সয়াবিন ও সরিষাসহ সব ধরনের তেল, মশুরীসহ প্রায় সব ধরণের ডাল, পিয়াজ-মরিচসহ সব ধরনের মসলা, ময়দাসহ ষ্টার্চ জাতীয় সব ধরণের খাবার এবং দানাদার শস্য, সবজি, ফল ও ফুল বীজ আমদানি করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ উইং এর হিসেবে ২০১৬-২০১৭ অর্থবছরে আমদানি করা হয় প্রায় ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল, প্রায় ৫৬ লাখ মেট্রিক টন গম ও সোয়া ৬ লাখ মেট্রিক টন ভূট্টাসহ প্রায় ৬৫ লাখ মেট্রিক টন দানা জাতীয় খাদ্য শস্য, ৫,৪৭৭৩৩ মেট্রিক টন ফল, ৬৪০১৭ মেট্রিক টন শুকনা ফল, ১২,৭২০০৩ মেট্রিক টন ডাল জাতীয়, ১১,১৩,৬৫৩ মেট্রিক টন তেল জাতীয়, ১২,৬১, ৯৩১ মেট্রিক টন মসলা জাতীয়, ৬৫,০৪৫ মেট্রিক টন স্টার্চ জাতীয়, ৫৯,৪০৭ মেট্রিক টন এবং ২৯,০১০ মেট্রিক টন অন্যান্য কৃষিজাত খাদ্য শস্য আমদানি করা হয়। এছাড়া এসময় আমদানি করা হয় প্রায় ২৬ হাজার মেট্রিক টন ধান, গম, পাট, মেস্তা পাট, সবজি, ফল বীজ, সরগম ও ফুল বীজ।

২০১৭-২০১৮ অর্থবছরে উদ্ভিদজাত খাদ্য আমদানির পরিমাণ আগের অর্থবছরের চেয়ে বেড়েছে। এসময় দেশের চাহিদা মেটাতে আমদানি করা হয় ৩৯ লাখ ১২ হাজার ৭৬৫ মেট্রিক টন চাল। আর চলতি অর্থবছরে চাল ও গমসহ খাদ্য আমদানির ওই ধারা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন কাস্টম চেকপোস্ট দিয়ে চালসহ এসব উদ্ভিদজাত পণ্য আমদানি হচ্ছে। তবে বর্তমানে দেশে সরকারি ও বেসরাকরিভাবে পর্যাপ্ত মজুদ খাকায় এবং আরডি ও সিডি আরোপ করায় লোকসানের ভয়ে আমদানিকারকরা আগের মতো চাল আমদানি করছেন না।

চালের আমাদনিকারক বেনাপোলের মো. বিল্লাল হোসেন বলেন, বেনাপোল দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। সোনা মসজিদ ও ভোমরা চেকপোস্ট দিয়ে সামান্য পরিমাণে চাল ঢুকছ্।ে না পোষানোর কারণে বর্তমানে অনেক আমদানিকারক চাল আনছেন না। চলতি অর্থবছরের বিগত ৩ মাস ধরে চলছে চাল আমদানির এ অবস্থা। উদ্ভিদ সংগনিরোধ উইং এর হিসেবে প্রায় প্রদিদিনই চাল ্আসছে এবং আমদানি করা চালের ৯০ ভাগই আসে ভারত থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়