শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:১৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোক দেখানো আইনে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: রিজভী

শিমুল মাহমুদ: সরকারের লোক দেখানো আইনে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রূহুল কবির রিজভী।

তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিশু কিশোরা রাস্তায় নেমেছিল। কিন্তু সরকার লোক দেখানো আইনে গণপরিবহণের নৈরাজ্য বন্ধ হয়নি। তাই শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের লাশ রাজপথে থেঁতলে যাচ্ছে।

গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, কোটা আন্দোলনকারী ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্র-ছাত্রীদের উপর সরকারি বাহিনী ও ছাত্রলীগের সশস্ত্র হামলায় আহতরা আজো সুস্থ হয়ে উঠতে পারেনি। অনেককেই সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

সরকার তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, বেকারত্বের অভিশাপে দেশের তরুণ সমাজ আজ হতাশ ও বিপন্ন। অথচ তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি আখ্যায়িত করে ভোট চেয়ে তরুণদের ভোট চেয়ে বেড়াচ্ছেন।

দেশজুড়ে আবারও গুপ্ত হত্যা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে তরুণ-যুব সমাজকে ভয় পাইয়ে দিতেই সরকারি পৃষ্ঠপোষকতায় এই গুপ্ত হত্যা। আর এ ক্ষেত্রে আইনশৃঙ্খলাবাহিনীকে দেয়া হয়েছে ইনডেমনিটি। কারণ একটাই, একতরফাভাবে নির্বাচন করতে তরুণ-যুবকদের যেন প্রতিরোধ না হয়।

শিক্ষামন্ত্রী সহনীয় দুর্নীতির উপদেশ দিচ্ছেন মন্তব্য করে বিএনপির এ মুখপাত্র বলেন, সরকার মেধাবীদের বাদ দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাইকারি সরকারি চাকুরিতে ঢুকিয়েছেন। মেধাহীন করেছেন গোটা জাতিকে।

সম্পাদিত : মাহবুব আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়