Skip to main content

বন্ধুর স্মরণে হঠাৎ করেই বার্সায় নেইমার

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা থেকে বিদায় নিয়ে সুখে নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আবারো বার্সায় ফেরার গুঞ্জনটা ঠিক এমনই ইঙ্গিত দিচ্ছে। আ ক্রমশ সেই গুঞ্জনটা বেশ জোরেশোরেই শুরু হয়েছে। এমন গুঞ্জনের মধ্যেই হঠাৎ করেই ফ্রান্স থেকে স্পেনে এসেছেন তিনি। তবে তার এই আগমণ ক্লাব পরিবর্তন সম্পর্কিত কোনো ব্যাপারে নয়। বন্ধু আর্তোরুর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেই বার্সেলোনায় এসেছেন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার পর এর আগেও পুরনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সঙ্গে দেখা করতে এসেছিলেন নেইমার। এবার জাতীয় দলের হয়ে খেলার পর আবারও বার্সেলোনায় আসার অনুমতি পেয়েছেন বিশ্বের সবচেয়ে দামি এ তারকা। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচের পর নেইমারকে কয়েকদিনের জন্য অবসরের সুযোগ দেন পিএসজি কোচ থমাস টাকেল। প্রায় দুই বছর আগে বিশ্বরেকর্ড গড়ে বার্সা ছেড়ে ১৯৯ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে যোগ দেন নেইমার। আবারো তার বার্সায় ফেরার গুঞ্জন উঠায় কয়েকদিন আগে তা উড়িয়ে দেন নেইমার। তবে আগামী মৌসুমে নেইমারকে নতুন ক্লাবে দেখা যেতে পারে বলে গুঞ্জন স্প্যানিশ ও ফরাসি গনমাধ্যমগুলোর। তবে বর্তমানে পিএসজিতে দারুণ ফর্মে রয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় পিএসজির হয়ে ১১ গোল করেছেন নেইমার। আর প্রীতি ম্যাচগুলোতে দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। মরু সফরে সৌদি আরবের পর আর্জেন্টিনাকে হারিয়ে সুপার ক্লাসিকো ট্রফি ঘরে তুলেছে কিছুদিন আগে।