Skip to main content

ভালো আছেন এরশাদ, দু’এক দিনের মধ্যে বাসায় ফিরবেন

মো. ইউসুফ আলী বাচ্চু : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। তিনি নিয়মিত চেক আপের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন। চিকিৎসকরা জানিয়েছেন দু’এক দিনেই হুসেইন মুহম্মদ এরশাদ বাসায় ফিরে যাবেন। সোমবার দপুরে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালসলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল থেকে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার তার সাথে দেখা করেছেন। পল্লীবন্ধু এসময় তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনাও করেছেন। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলদার বিভ্রান্ত না হতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

অন্যান্য সংবাদ