শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৯:২৪ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সাত ভেন্যুতে ফুটবল লিগ

সময় টিভি : এবারের পেশাদার লিগ হবে ৭টি ভেন্যুতে। দলগুলো অংশগ্রহণ ফি বাবদ পাবে ২ লাখ টাকা। লিগকে আরো আকর্ষণীয় করতে খেলা হবে সপ্তাহে মাত্র ২ দিন। গত শুক্রবার সভা শেষে জানিয়েছেন বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।

এছাড়া ফেডারেশন কাপ শেষ হওয়ার ১ সপ্তাহের মধ্যে লিগ শুরু করার কথা জানান তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল। ১০টি মৌসুম পার করার পর একাদশ তম আসর শুরু হচ্ছে নতুন মোড়কে। নানান অব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে এবারের আসর আরো জমকালো করতে চায় বাফুফে।

সেই ধাপে বিপিএলকে ছড়িয়ে দেয়া হবে তৃণমূলে। এবারই প্রথমবারের মতো খেলা হবে সর্বোচ্চ ৭টি ভেন্যুতে। ঢাকার সঙ্গে আছে ময়মনসিংহ, গোপালগঞ্জ, নীলফামারী, নোয়াখালি, চট্টগ্রাম ও ফরিদপুর।

চূড়ান্ত হয়েছে হোম ভেন্যুও। ঢাকায় আবাহনী লিমিটেড ও শেখ জামাল, ময়মনসিংহে সাইফ স্পোটিং ও আরামবাগ, গোপালগঞ্জে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা, নোয়াখালিতে নোফেল ও নীলফামারীকে হোম ভ্যেনু হিসেবে ব্যবহার করবে রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংস।

তবে বাড়েনি পার্টিসিপেশন মানি। ৫ লাখ টাকা মিলবে চ্যাম্পিয়ন দলের। রানার্সআপ দল পাবে ৩ লাখ। আর প্রতিদিন হবে সর্বোচ্চ দুটি করে ম্যাচ।

এবারের পেশাদার লিগে অংশ নিচ্ছে ১৩টি দল। ডিসেম্বরের ১ম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএল ফুটবল। তবে খেলা সরাসরি সম্প্রচারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়