Skip to main content

মহাসমাবেশ সফল করায় এরশাদ এর অভিনন্দন

মো. ইউসুফ আলী বাচ্চু : ২০ অক্টোবর অনুষ্ঠিত সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করায় পার্টির সর্বস্তরের নেতা-কর্মী, গণমাধ্যম কর্মী, প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার এক অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন পার্টির সুযোগ্য ও সফল মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিকে। অভিনন্দন বার্তায় তিনি বলেন, আবারো প্রমাণ হলো- এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি সব সময় দুঃসাহসী চ্যালেঞ্জ নিতে সিদ্ধহস্ত। স্বল্প সময়ের নোটিশে এত বড় আয়োজন সফল করে আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তিনি বলেন, মহাসচিব আমাদের সবাইকে ঋণী করেছেন। অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃফুর্ত অংশ গ্রহণে ২০ অক্টোবরের মহাসমাবেশ জনসমূদ্রে পরিণত হয়েছে। পার্টির প্রতি নেতা-কর্মীদের আনুগত্য এবং দায়িত্ববোধ আমাদের সাহসী করেছে। শত সিমাবদ্ধতা পেরিয়ে লাখ-লাখ নেতা-কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে শক্তিমত্তার প্রমাণ দিয়েছে, যা আমাদের আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা দিনরাত পরিশ্রম করে লাখ লাখ কর্মীর সভাস্থলে পৌঁছতে কঠোর পরিশ্রম করেছেন অভিনন্দন জানান সেই সব নেতাকর্মীদের প্রতিও। মঞ্চ নির্মাণসহ মহাসমাবেশ সফল করতে যারা নির্ঘুম রাত পার করেছেন ধন্যবাদ জানান তাদেরও। সম্মিলিত জাতীয় জোটের শরীক দলগুলোর নিবেদিত নেতা-কর্মীরা মহাসমাবেশে অংশ নিয়ে মহাসমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। প্রচন্ড ভিড়ে অসহ্য গরম সহ্য করে গণমাধ্যম কর্মীরা মহাসমাবেশের খবর সংগ্রহ করেছেন। সমাবেশের সর্বশেষ আপডেট সরাসরি সম্প্রচার করে জাতির সামেন তুলে ধরেছেন সম্মিলিত জাতীয় জোটের সাফল্য এবং কর্মসূচির সংবাদ। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, গণমাধ্যম সব সময়ই আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে থেকেছে। সশ্লিষ্ট সকল গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করতে পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের বিভিন্ন স্তরের জনবল যারা কাজ করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। মহাসমাবেশ উপলক্ষ্যে রাজধানীর রাজপথে প্রচন্ড যানজট সৃষ্টিতে সাধারণ যাত্রী ও পথচারীরা কষ্ট পেয়েছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

অন্যান্য সংবাদ