শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৮:০৬ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততায় সড়কে শৃঙ্খলা আনা সম্ভব: সাঈদ খোকন

শাকিল আহমেদ: প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততায় সড়কে শৃঙ্খলা আনা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পাশাপাশি তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে সে কমিটি আগামী দুই বছরের মধ্য সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করবে।

সোমবার দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ (কেইস) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পালন কালে মেয়র এসব কথা বলেন।

আমাদের পথ আমাদের হাতেই নিরাপদ' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দিবসটি জাতীয়ভাবেও পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে নগর ভবনের সেমিনার কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সংস্থার নানা উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে নগর ভবনের সামনে থেকে সচেতনতা মূলক একটি র্যালি বের হয় হয়। এসময় সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বর্তমান সড়কে সব চেয়ে আলোচিত হয়ে দাঁড়িয়েছে সড়কের নিরাপত্তা। কিছুদিন আগে শিক্ষার্থীরা এজন্য রাস্তায় নেমেছে। সরকার তাদের দাবি মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সড়ক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। আমরা উত্তর ও দক্ষিণ সিটিসহ সবাই মিলে সড়কের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। এরই মধ্যে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার জন্য আমাকে প্রধান করে ১০টি সংস্থার প্রধানকে নিয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমাদের কমিটি কাজ করে চলছে। আগামী দুই বছরের মধ্যে ঢাকা ও তার আশপাশের সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা কাজ করবো।'

খোকন আরও বলেন, ঢাকা শহরে নতুন সাড়ে চার হাজার বাস নামাবো। বাসগুলো যাতে অসুস্থ প্রতিযোগিতা করতে না পারে সে জন্য কাজ কারবো। শুধুমাত্র প্রতিষ্ঠানিক উদ্যোগই সড়কের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

এসময় মেয়র দুর্ঘটনার জন্য ফুটওভারব্রিজ ব্যবহার না করাকেই বেশি দায়ি করেন।

মেয়র আরও বলেন, বৃহৎ জনগোষ্ঠি সচেতন না হলে সড়কের শৃঙ্খলা ফেরা সম্ভব নয়। গ্রাম থেকে যারা শহরের আসছেন তাদেরকেও সচেতন করতে হবে।

এসময় তিনি নৌকা মার্কা ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব সারাহ জাকির বলেন, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পাশাপাশি যানবাহন ও বাড়ছে। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। এ জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা চাই ঢাকার পাশাপাশি দেশের সব সড়কগুলোও নিরাপদ হোক।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়