শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথ নিলেন বরিশালের মেয়র ও ৪০ কাউন্সিলর

একুশে টিভি: বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শপথ নিয়েছেন। একই সঙ্গে শপথ নিয়েছেন ৪০ কাউন্সিলর ও নারী কাউন্সিলররাও।

সোমবার (২২ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নেন বরিশাল সিটি কর্পোরেশনের নবিনির্বাচিত মেয়র। আর স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে শপথ নেন ৪০ কাউন্সিলর ও নারী কাউন্সিলর।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শপথ নেওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জনপ্রতিনিধিত্ব করতে হলে নিজের স্বার্থকে প্রাধান্য দিলে চলবে না। মানুষের সুখ-দুঃখের ভাগী হতে হবে তাদের ভাগ্যেন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে সেটিই আমাদের সরকারের লক্ষ্য। গ্রামের মানুষের দোঁড়গোড়ায় সব সুযোগ সুবিধা পৌছে দিতে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির মজিবর রহমান সরোয়ারকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন। সাদিক বরিশালের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহরে ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়