শিরোনাম
◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৬:৫৮ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় বাস মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রক্সী খান, মাগুরা : ইজিবাইক ও নসিমন চালকেদের হাতে একাধিক বাস শ্রমিক জখম হওয়ার ঘটনায় মাগুরার অভ্যন্তরীণ সকল রুটসহ আশপাশের ৪ জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে মাগুরা জেলা বাস মালিক গ্রুপ ও মটর শ্রমিক ইউনিয়ন। ফলে ঢাকামুখি দুরপাল্লার যাত্রিবাহী পরিবহন ব্যতিত মাগুরার শ্রীপুর, মহম্মদপুর, শালিখা এ তিন উপজেলার সব সড়ক এবং মাগুরা-যশোর, মাগুরা-নড়াইল, মাগুরা-ফরিদপুর,মাগুরা-ঝিনাইদহ এসব সড়কে অান্ত:জেলার সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। যে কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রিরা।

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মাগুরা শহরের ঢাকা রোড বাসষ্টান্ডে মাগুরা জেলা বাস মালিক গ্রুপ ও মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে মিছিল সমাবেশ করেছে। বক্তারা অবিলম্বে বাস চালকদের উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে এবং পৌর এলাকার বাইরে ইজি বাইক নসিমন বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন জানান, গত ১৯ অক্টোবর শহরের পারনান্দুয়ালী এলাকায় সামান্য বাকবিতন্ডার জের ধরে রাসেল নামে স্থানীয় এক বাস চালককে কুপিয়ে জখম করেছে মোকাদ্দেছ, আরমান, সুজন নামে তিন যুবক। এছাড়া অতীতে আরমানসহ একাধিক বাস চালক পৃথক ঘটনায় একইভাবে মারধরের শিকার হয়েছে। হামলাকারিরা প্রত্যেকে ইজিবাইক শ্রমিক।

এ ঘটনায় ১৯ অক্টোবর মালিক শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়াসহ সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। কিন্তু পুলিশ কর্তৃক এখনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে বাস মালিক শ্রমিকদের পক্ষ থেকে শনিবার থেকে পার্শ্ববর্তী ৪ জেলার সড়কসহ অভ্যন্তরীণ সব সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে মটর শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক নেতাদের সাথে নিয়ে বৃহত্তর পরিসরে ধর্মঘটের ডাক দেয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, বাস চালককে মারধরের বিষয়ে এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়