Skip to main content

হাতীবান্ধায় সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন

নুরনবী সরকার,লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনা রোধে ও শৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন করেছে হাতীবান্ধা উপজেলা প্রসাশন। সোমবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় হাতীবান্ধা উপজেলা পরিষদের মেইন গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সামিউল আমিন, ওসি ওমর ফারুক, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ। এ সময় গাড়ি চালকদের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও হেডলাইটের উপরের অংশ কালো কালি দিয়ে ঢেকে দেয়া হয়।