Skip to main content

গণতন্ত্র রাষ্ট্রের দাবিতে লেবার পার্টির আধা বেলা হরতাল

শিমুল মাহমুদ : বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম কর্মসূচীতে পুলিশি বাধা। প্রতিবাদে আধা বেলা হরতাল ডেকেছে দলটির। সোমবার (২২অক্টোবর) লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান আমাদের সময় ডটকম কে জানান দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য প্রথমে জাতীয় প্রেসক্লাব অনুমতি চাওয়া হলে। তারা অনুমতি দেয়। পরবর্তিতে রাত ১১ বুকিং বাতিল করে জাতীয় প্রেসক্লাব কতৃপক্ষ। এরপর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সকাল ৯টায় আমরা অনুমতি পাই। সেখানে সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা জড়ো হতে থাকে এবং আমাদের প্রধান অতিথি প্রফেসর এমাজ উদ্দিন স্যার আসেন। আমরা অনুষ্টান শুরু করবো। সে অবস্থায় পুলিশ সরাসরি হলে ডোকে পরে এবং আমাদের নেতাকর্মীদের জোড় করে এখান থেকে বের করে দেয়। পরবর্তিতে আমারা বের না হতে চাইলে আমাদের অভিভাবক প্রফেসর এমাজ উদ্দিন স্যার আমাদের বলেন, আপাদত পোগ্রাম বাতিল করে মিডিয়ার সামনে পুলিশি বাধার বিষটি তুলে ধর। তিনি বলেন, আমরা আজ দলীয়ভাবে বিষয়টি নিয়ে বসবো এবং প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল এর পতিবাদে ঢাকায় সকাল ৬ থেকে দুপুর ১২ পর্যন্ত গণতন্ত্র রাষ্ট্রের দাবিতে আধা বেলা হরতাল। তিনি আরো জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঐক্যফ্রন্ট নেতাবৃন্দের।

অন্যান্য সংবাদ