শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৫:২২ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রচুক্তি থেকে বের হয়ে যাওয়া বিপজ্জনক: রাশিয়া

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রচুক্তি থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছে রাশিয়া। রোববার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র‌্যাবকোভ এ কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তিসহ সকল ধরণের আন্তর্জাতিক চুক্তি থেকে বের হয়ে আসছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বে বিরোধী অবস্থানে রয়েছে। রাশিয়া এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এসময় রাশিয়ান ফেডারেশন কাউন্সিল’স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির প্রধান কনস্টেনটিন কোসাসেভ আশঙ্কা প্রকাশ করে বলেন, মাঝারি পাল্লার এ পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্র দেশগুলোও একই পন্থা অনুসরণ করতে পারে।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে মাঝারি পাল্লার এ চুক্তিটি লঙ্ঘনের অভিযোগ তোলেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কেন রুশ এই চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেননি বা নতুন কোন সমঝোতা করেননি আমি জানি না।’

প্রসঙ্গত, ১৯৮৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এ চুক্তিটি স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ৪৮৩ কিলোমিটার থেকে ৫৪৭২ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন, উন্নয়ন ও পরীক্ষা নিষিদ্ধ হয়। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়