শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগর তলে বিয়ে করলেন শ্রীলঙ্কার এক দম্পতি

স্মৃতি খানম: ভারত মহাসাগরের নিচে অভিনবভাবে বিয়ে করলেন শ্রীলঙ্কার এক দম্পতি।  নববধূ হাসিনি এরান্দি পেরেরা বলেন, আমার চেয়েছি ভিন্ন করতে। আমরা স্বামী একজন পেশাদার ডুবুরি। আমার এমন একটা কিছু করতে চেয়েছি, তার কাজের সাথে যার মিল রয়েছে। তখন এই আইডিয়াটা মাথায় আসে।

নববধূ আরো বলেন, আমি সাঁতার জানি না। এটা ছিল আমার প্রথম ডাইভ। খুব ভয় পেয়েছিলাম। কিন্ত আমার স্বামীর ভরসায় সেই ভয় কেটে যায়। এভাবে বিয়ের ব্যাপারে আমার মায়ের আপত্তি ছিলো। কিন্ত বাবা বললেন, সত্যি যদি চাও তাহলে করে ফেল।

হাসিনি এরান্দি পেরেরা বলেন, আমার স্বামী পাশে ছিলেন বলেই তারা শেষে রাজি হন। একটি সুইমিংপুলে আমি দুদিন ধরে প্রশিক্ষণ নেই। তারপরই সাগরে ডুব দেই। এর সৌন্দর্য ভাষায় প্রকাশের নয়, চমৎকার সব মাছ চারিদিকে। সেই সম্পূর্ণ ভিন্ন এক এক জগত।

হাসিনি এরান্দি পেরেরা আরো বলেন, আমিতো পানির নিচ থেকে উঠতেই চাচ্ছিলাম না। এই অভিজ্ঞতা কখনই ভুলে যাব না। আমার বিয়ের আঙটি রাখা আমার ছিল আমার ভাইয়ের কাছে। সে একটি নারকেলের মালার মধ্যে আঙটিটি রেখে দিয়েছিলো। সাগর তলেই আমার আঙটি বদল করি। এই অনুষ্ঠান ছিল সারা জীবন মনে রাখার মতো ঘটনা।

যতদিন বাঁচবো সাগর তলে আমার বিয়ের কথা কখনই ভুলবো না বলে জানান হাসিনি এরান্দি পেরেরা। সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়