Skip to main content

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

মহসীন কবির : বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেট এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার সকাল ১০ টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এসময় তারা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে । পুলিশ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন অর্ধশত শ্রমিক। জানা গেছে, সোমবার সকাল ৬টা ৫০ থেকে আদমজী ইপিজেডে অবস্থান নেন শ্রমিকরা। এতে শিমরাইল মোড় থেকে নারায়ণগঞ্জ সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তেজিত শ্রমিকদের সাথে পুলিশের দুই দফা লাঠিচার্জ হয়েছে। শ্রমিকরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে। প্রায় ১০/১২টি গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা। এসময় একটি গাড়িতে আগুন দেয় তারা। শিল্প পুলিশ-৪ এর এসপি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। শ্রমিকরা জানান, আজ সোমবার তাদের বকেয়া পরিশোধের কথা ছিল। এর আগে ২২ সেপ্টেম্বর বকেয়া বেতন, ছুটি ও ফান্ডের টাকা পরিশোধ না করায় এবং শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয়ায় বিক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।