Skip to main content

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাকিলা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষেবাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, এলেম হোসেন (৪৫), তার ছেলে আকরাম হোসেন (২২) ও তাদের প্রতিবেশী আবু সুফিয়ান (৪০)। সোমবার (২২ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বাকিলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। ওসি আরো জানান, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন উয়ারুক থেকে চাঁদপুর যাচ্ছিলেন। এ সময় হঠাৎ চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলেসহ তিনজন নিহত হন। দুর্ঘটনার শিকার সবার বাড়ি শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামে। তারা সম্ভবত চাঁদপুরে মাছ শিকার করতে আসছিল। কারণ দুর্ঘটনার শিকার সিএনজি’র ভেতর ও বাইরে মাছ শিকারের বড়শি এবং জাল পাওয়া গেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি বলে জানান ওসি।

অন্যান্য সংবাদ