শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৮:২৬ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু ছাড়া আমি কাউকে চিনি না: কাদের সিদ্দিকী

বাংলা ট্রিবিউন :  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘বঙ্গবন্ধু ছাড়া আমি কাউকে চিনি না। তাকে মনে লালন করেই জীবন শেষ করতে চাই।’

রবিবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগে অনেক নেতা গজিয়েছে। এমনকি, যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছে, তারাও এখন বর্তমান মন্ত্রিপরিষদের সদস্য।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের আগে ও পরের বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি আমাকে এখনও ব্যাকুল করে তোলে। বঙ্গবন্ধুকে ভালবেসে আমি সবসময় তার অনুসারী ছিলাম। সুসময়ে অনেকেই বঙ্গবন্ধুর কাছে থাকলেও দুঃসময়ে আমি ছাড়া কেউ ছিল না।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘দেশে নৌকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। বর্তমানের নৌকা বঙ্গবন্ধুর সেই নৌকা নয়। এটা মতিয়া চৌধুরী ও ইনুর নৌকা।’

দেশে জাতোয় নির্বাচন হবে কিনা, সন্দেহ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো –এক সময়ের এই স্লোগান এখন পাল্টে গেছে। এখনকার স্লোগান হলো– আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো।’

দেশের জনগণ বর্তমান সরকারের ওপর ক্ষুব্ধ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দেশে সুষ্ঠু ভোট হলে আগামীতে আওয়ামী লীগ ১০টা আসনও পাবে না।’

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট বিষয়ে তিনি বলেন, ‘১০ বছর ধরে আমি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। বর্তমানে একটি ঐক্যের প্লাটফর্ম তৈরি হলেও নিজেদের মধ্যেই কাঁদা ছোড়াছুড়ি শুরু হয়েছে।’

নিজ দলের প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী দাবি করেন, ‘কোনও জোটে যাওয়ার চিন্তা আমার বা আমার দলের নেই। ভোটে গেলে এককভাবেই ভোট করবে আমার দল।’

কৃষক শ্রমিক জনতা লীগের বড়াইগ্রাম উপজেলা সভাপতি মো. লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন– দলটির উত্তরবঙ্গের প্রধান সমম্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম মুন্সী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, টাঙ্গাইল জেলা সভাপতি রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কাওসার জামান খান ও মুক্তিযোদ্ধা আবুল খায়ের।

আসন্ন নির্বাচনে অংশ নিলে (নাটোর-৪) গুরুদাসুপর-বড়াইগ্রাম আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে শহীদুল ইসলাম মুন্সী মনোনয়ন পাবেন বলে ঘোষণা দিয়ে মুন্সীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন কাদের সিদ্দিকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়