শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের ওপর হামলার অভিযোগ, বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন : আদালত ভবনে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ দলটির ১৫০ নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার (২১ অক্টোবর) বিকালে কোতোয়ালী থানার এসআই মো. ইদ্রিস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা প্রদান এবং আদালত ভবনে অস্থিতিশীল পরিবেশ তৈরি অপরাধে মামলাটি দায়ের করা হয় বলেও তিনি জানান।

মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইসিটি আইনে দায়ের করা একটি মামলায় আদালত আজ দুপুরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা আদালত ভবনে পুলিশের ওপর হামলা চালায়। আদালত ভবনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এসব ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ১৫০জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে নিরাপদ সড়কের দাবিতে চলা ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা উল্লেখ করা হয়। এ ঘটনায় ওইদিন নাশকতার উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় এতদিন জামিনে থাকার পর আজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়