শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৫:৩৩ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্যানারি বর্জ্যে পোল্ট্রি ফিড তৈরি, ৩ জনের কারাদন্ড !

সুজন কৈরী: ট্যানারীর বিষাক্ত বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরি করায় সাভারের একটি কারখানার ৩ জনকে বিভন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

রোববার সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত হেমায়েতপুরে রেডেক্স এগ্রোভেট পোল্ট্রি ফিড কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। আদালতকে সহায়তা করে র‌্যাব-৪। এ সময় রেডেক্স প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা ও কারখানা থেকে ১৫০ টন বিষাক্ত পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, গোয়েন্দা তথ্য ছিল,ওই কারখানায় ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। মাছসহ বিভিন্ন খাদের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। যা মারাত্মক শারীরিক ক্ষতির কারন হতে পারে। তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে রেডেক্স নামে পোল্ট্রি ফিড কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযোগের প্রমান পায়।

এছাড়া কারখানাটির তিনজন দোষ স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ১৫০ টন বিষাক্ত পোল্ট্রি ফিড উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়