Skip to main content

উপরের চাপে বুকিং বাতিল করেছে জাতীয় প্রেসক্লাব কতৃপক্ষ

শাহানুজ্জামান: বাংলাদেশ লেবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ অনুষ্ঠানের জন্য মিলনায়তনের বুকিং বাতিল করেছে জাতীয় প্রেসক্লাব কতৃপক্ষ। আগামীকাল সকালে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল । দলটির চেয়ারম্যান ডা, মোস্তাফিজুর রহমান রোববার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেসক্লাব থেকে ফোন করে জানায় উপরের চাপে মিলনায়তনের বুকিং বাতিল করা হয়েছে । তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঐক্যফ্রন্ট নেতাবৃন্দের। বুকিং বাতিল করে দিলেও তিনি দলের নেতাদের নিয়ে প্রেসক্লাবে যাবেন ।

অন্যান্য সংবাদ