Skip to main content

ড. কামাল শিব গড়তে গিয়ে বানর গড়বেন?

আনিস আলমগীর : ড. কামাল ও বিএনপির মাঝে এমন কী বন্ধন আছে যে, বন্ধন তাদের বেধে রাখবে? ড. কামাল অন্য কোনও দল করেননি, আওয়ামী লীগেই তার রাজনীতির হাতেখড়ি। বঙ্গবন্ধুই তার নেতা। প্রেস কনফারেন্সেও বক্তব্যপ্রদানের সময় তিনি দশবার বঙ্গবন্ধুর কথা বলেছেন। কিন্তু বঙ্গবন্ধু, বাঙ্গালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক রাজনীতির কথা বিএনপি ঘরনার কাছে খুবই বৈরী বিষয়। এদের নিয়ে ‘বঙ্গবন্ধুর দেখানো পথে’ সফল হতে চাওয়া, ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যফ্রন্ট গঠন’ করার কথা বলা হাস্যকর। এমন পরিস্থিতিতে ড. কামাল এবং বিএনপির এই সম্পর্ক কতদিন টেকে বলা খুবই কঠিন। ইতিহাসের নানাবিধ আরম্ভ আছে, আবার সমাপ্তিও আছে। ইতিহাসের বহু মুহূর্ত আছে যেখানে স্বর্ণালী ভবিষ্যতের ইঙ্গিত আছে। আবার অতীতকে নিয়ে হতাশাও আছে। আমরা দেখার অপেক্ষায় রইলাম ড. কামাল হোসেন গণতন্ত্র, বিচার বিভাগের সার্বভৌমত্ব, দুর্নীতিহীন প্রশাসন ইত্যাদির কথা বলে বিএনপির সঙ্গে যে জোট করে মাঠে নামলেন, তা দিয়ে তিনি তার কতটুকু বাস্তবায়ন করতে পারেন। নাকি শিব গড়তে গিয়ে তিনি বানর গড়বেন। পরিচিতি : সাংবাদিক ও কলামিষ্ট/মতামত গ্রহণ : লিয়ন মীর/সম্পাদনা : ফাহিম আহমাদ বিজয়।

অন্যান্য সংবাদ