Skip to main content

জিয়া-খালেদা জিয়া-বিএনপি টপ টেন

ডা. সাখাওয়াত হোসেন শায়ন্ত   ০১ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান [১৯৭৬]। ০২ কুয়েতে ৬০৮৭ জন মানুষ প্রেরণের মাধ্যমে প্রথম মানবসম্পদ রপ্তানি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান [১৯৭৬]। ০৩ একুশে পদক প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান [১৯৭৬]। ০৪ স্বাধীনতা দিবস পুরস্কার প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান [১৯৭৭]। ০৫ রপ্তানিমুখী পোষাক শিল্পের যাত্রা শুরু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়েই [১৯৭৭]। ০৬ শিশুদের জন্য শিশু একাডেমি [১৯৭৭], নতুন কুঁড়ি, জাতীয় শিশু পুরস্কার, শিশু পার্ক, শিশু হাসপাতাল শহীদ জিয়াউর রহমানের অবদান। ০৭ আইসিডিআরবি যা কলেরা হাসপাতাল নামে পরিচিত সেটাও জিয়াউর রহমানেরই অবদান [১৯৭৮]। ০৮ মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করে মহিলা মন্ত্রী নিয়োগ দেয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান [১৯৭৮]। ০৯ মেয়েদের জন্য প্রথম এসএসসি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন বেগম খালেদা জিয়া [১৯৯১ সালে সরকার গঠনের পর]। ১০ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন বেগম খালেদা জিয়া [২০০১ সালে সরকার গঠনের পর]।

অন্যান্য সংবাদ