Skip to main content

কোন মুসলিমের কষ্ট দেখে আনন্দ প্রকাশ করা নিষেধ

ইসলাম ডেস্ক : আবু হুরাইরা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেনঃ ‘কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করে।’–(মুসলিম, রিয়াদুস সলিহীন : ১৫৭৪) আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেনঃ মু’মিনরা পরস্পর ভাই। –(আল হুজুরাত : ১০) “নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনা সামনি) লোকদের উপর গালাগাল করতে এবং (পিছনে) দোষ প্রচার করতে অভ্যস্ত।” –(সূরা আল হুমাযাহ: ১-২) ওয়াসিলা ইবনুল আসকা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সা. বলেছেন- তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হয়ো না। কেননা এতে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন এবং তোমাকে ঐ বিপদে নিমজ্জিত করবেন।” –(তিরমিযি, রিয়াদুস সলিহীন : ১৫৭৭)