শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপ্তাহের শুরুতেই সোয়া ৬ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার

ফয়সাল মেহেদী: চলতি সপ্তাহের শুরুতেই অর্থাৎ প্রথম কার্যদিবসের লেনদেনে দেশের শেয়ারবাজারের বাজার মূলধন কমেছে প্রায় সোয়া ৬ হাজার কোটি টাকা। এর আগের পাঁচ কার্যদিবসেও ৭ হাজার ১৭৫ কোটি ৯৩ লাখ টাকার বাজার মূলধন হারায় শেয়ারবাজার। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। একই সঙ্গে সূচকের পাশাপাশি কমেছে বাজার মূলধন, টাকার অঙ্কে লেনদেন, লেনদেন হওয়া শেয়ার ও ইউনিট সংখ্যা এবং হাতবদল।

উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, বোরবারের লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ৪৮৮ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন কমেছে ২ হাজার ৭৫৬ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। এই দুই শেয়ারবাজার মিলে মোট বাজার মূলধন কমেছে ৬ হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার টাকা।

এদিকে ছয় কার্যদিবস বিবেচনায় নিলে মোট বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৪২০ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার টাকা। এর মধ্যে ডিএসইর কমেছে ৬ হাজার ২৭৪ কোটি ৮৮ লাখ ৮ হাজার এবং সিএসইর কমেছে ৭ হাজার ১৪৫ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৬০৭ কোটি ৮৮ লাখ ৭ হাজার টাকায়। এর আগের কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৮ হাজার ৯৬ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকায়।

এদিকে সিএসই সূত্রে জানা গেছে, প্রথম কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ৩ লাখ ১৫ হাজার ১৭২ কোটি ৪৭ লাখ টাকায় অবস্থান করেছে। যা এর আগের কার্যদিবসে ছিল ৩ লাখ ১৭ হাজার ৯২৮ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়