শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উবারের প্রতিদ্বন্দ্বী কারিমে বিনিয়োগ সৌদি যুবরাজের

নূর মাজিদ : মধ্যপ্রাচ্যে উবারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী দুবাইভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি কারিম সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের পক্ষ থেকে প্রায় ২০ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে। তবে এই বিনিয়োগ শেষ পর্যন্ত ৫০ কোটি ডলারে গিয়ে দাঁড়াবে বলেই কারিম কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল রোববার আল ওয়ালিদ বিন তালালের কিংডম হোল্ডিং বিনিয়োগ প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা এই বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে কারিম। ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে চলতি মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলন উবার বর্জন করার ঘোষণা দেয়ার পরই কারিম এই সৌদি বিনিয়োগ পেলো। বাজার বিশ্লেষকদের ধারণা, উবারের বিরুদ্ধে বাণিজ্যিক পদক্ষেপের অংশ হিসেবে এই বিনিয়োগ করেছে সৌদি সরকার।

ইতোমধ্যে তালালের কিংডম হোল্ডিং কারিমে ২শ কোটি দলার বিনিয়োগ করেছে। ২০১৭ সালে যা ছিল মাত্র ৮৮ কোটি ৬০ লাখ ডলার। ওই বছরেই কারিমের ৭ শতাংশ শেয়ার কিনে নেয় কিংডম হোল্ডিং। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক গোপনীয় চুক্তির পর নীরবেই দিন কাটাচ্ছেন তার চাচা যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল। পরবর্তী ক্রাউন প্রিন্স হওয়ার কথা তারই ছিলো। তবে গত বছরের নভেম্বরে তাকেসহ সৌদি রাজপরিবারের অনেক গুরুত্বপূর্ণ সদস্যকে দুর্নীতির দায়ে বিশেষ নিরাপত্তা হেফাজতে নেয় সৌদি আরব। এরপর তিনি সৌদি সরকারকে প্রায় ৬শ কোটি ডলারের নগদ অর্থ ও তার ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে বিশেষ ক্ষমতা হস্তান্তরের চুক্তিতে মুক্তি পান।

আফ্রিকা, মধ্যপ্রাচ্য, তুরস্ক এবং পাকিস্তানের ১২০টি শহরে কারিমের ব্যবসা সম্প্রসারিত। কোম্পানিটির অন্যান্য অংশীদার হলো জাপানের রাকুতেন, সৌদি টেলিকম কোম্পানি, জার্মানির ডেইমলার এবং চীনা ডিডি চুশিং। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়