শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরআন মুখস্থ করলে কারাবন্দীদের সাজা কমাবে আরব আমিরাত

আমিন মুনশি : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে কারাবন্দীরা যদি কুরআন হেফজ করে, তাহলে তাদের সাজা কমানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার কমিটির তত্ত্বাবধায়নে দুবাইয়ের কারাগারে কুরআনিক কর্মসূচি বাস্তবায়ন কমিটি এই প্রকল্পটি চালু করেছে। এই কমিটির সদস্যরা দুবাইয়ের কারাবন্দীদের কুরআনের পরীক্ষা নিয়ে বুঝতে পেরেছে যে, তারা কুরআন হেফজ করতে সক্ষম।

দুবাইয়ের গভর্নরের মানবতা ও সাংস্কৃতিক বিষয়ে উপদেষ্টা, দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার কমিটির প্রধান ইব্রাহীম মুহাম্মাদ বুমালহা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেছেন, কুরআন হেফজ করলে কারাবন্দীদের শাস্তি কমানোর জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই প্রকল্পে আমি আশাবাদী।

এরফলে কারাবন্দীগণ ভবিষ্যতে তাদের আলোকিত জীবনের জন্য পবিত্র কুরআনকে ব্যবহার করবে এবং কারাগারে তাদের অভিজ্ঞতাকে ভবিষ্যৎ জীবনের সংস্কার হিসেবে কাজে লাগাবে।

দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মানব সম্পদ এবং তথ্য প্রযুক্তির পরিচালক মুহাম্মদ আলী আল হামাদি বলেন এই পরিকল্পনার তৃতীয় কোর্সে ১২৪ জন নারী ও পুরুষ বন্দীগণ অংশগ্রহণ করছেন। এরমধ্যে ১১৫ জন কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন এবং তাদের সাজা কমানো হয়েছে।

তিনি বলেন এই পরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে ৭ জন বন্দীর ২০ বছর, ৪ জন বন্দীর ১৫ বছর, ৮ জন বন্দীর ১০ বছর, ২০ জন বন্দীর ৫ বছর, ৩৫ জন বন্দীর ১ বছর ও ৪১ জন বন্দীর ৬ মাস সাজা কমানো হয়েছে। সূত্র: ইকনা বার্তা সংস্থা

  • সর্বশেষ
  • জনপ্রিয়