শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান আবদুস সবুরের

আহমেদ জাফর: আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর আগামী নির্বাচনে আওয়ামী লীগেকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন কমিল্লা-১ আসনের বাসিন্দদের।

রবিবার নিজ নির্বাচনী এলাকা দাউদকান্দিতে ক্ষতিগ্রস্ত সড়ক এবং এলাকাবাসীদের দেখতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমার নির্বাচনী গোমতী নদীর ভাঙ্গনে গৌরীপুর-আসমানিয়া ভায়া লক্ষীপুর ক্ষতিগ্রস্ত সড়ক হয়েছে এবং এতে এলাকাবসীর ভোগান্তি হচ্ছে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবাবও জয়যুক্ত করলে কমিল্লা-১ আসন আমার নির্বাচনী এলাকা সকল রাস্তাঘাট, স্কুল কলেজ,মাদ্রাসা র্পূণ নির্মাণ কতরা হবে।

এসময় তিনি স্থানীয় লোকজনের সাথে মতবিনিময়কালে বলেন, দাউদকান্দি এবং মেঘনার মানুষ যেন আর এই নদী ভাঙ্গনের শিকার হতে না হয় সেই জন্য এই দুই উপজেলার চার পাশ দিয়ে বাধ নির্মাণ করা হবে। যার ফলে এলাকার মানুষ বছরে তিনটি ফসল ফলাতে পারবেন। আর এই সড়কের জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধ ও জরুরী ব্যবস্থা গ্রহন করা হবে। তার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: আবুল কালাম হাজারী, দাউদকান্দি জেলা পরিষদের সদস্য পারুল আক্তার মেঘনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন সিকদার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী, জাকির নেওয়াজ সোহেল,আনোয়ার হোসেন,সাবেক চেয়ারম্যান জসিম হাসান, চেয়ারম্যান আলমগীর হোসেন, যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি জাহানারা বেগম,সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন দিপা, মহিলা বিষয়ক সম্পাদক ঝরনা আক্তার, জিএস সুমন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তার হোসেন, মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আপন আহম্মেদ, শাহআলী, বিল্লাল মজুমদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়