Skip to main content

সিলেটের জনসভায় ড.কামালের অবস্থান ঠিক করছে স্টিয়ারিং কমিটি

সাব্বির আহমেদ : জাতীয় ঐক্যফ্রন্টের সিলেট জনসভার অনুমতি পাওয়ার পর বৈঠকে বসেছে জোটের নেতারা। জনসভায় ঐক্যফ্রন্টের প্রধান উদ্যোক্তা ড. কামাল হোসেনের অবস্থান কি হবে- এ নিয়ে আজকের বৈঠকে বিস্তর আলোচনা চলছে। রোববার বিকেল ৫টায় গণফোরামের কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে বৈঠকটি শুরু হয়। জাতীয় ঐক্যফ্রন্টের সকল দলকে নিয়ে গঠিত ওই কমিটি দুটির প্রায় সদস্যরাই বৈঠকে উপস্থিত আছেন। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্ব-এ শুরু হওয়া বৈঠকে প্রথমেই কথা বলেন স্টিয়ারিং কমিটির সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান। বিকল্প ধারার ভাঙ্গন নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। বৈঠকে সিলেটের জনসভায় কামাল হোসেনের অবস্থান নিয়ে উপস্থিত সকলের প্রস্তাব চান মোস্তফা মহসিন মন্টু। একে একে সকলেই মতামত তুলে ধরেন। জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বলেন, ' কামাল হোসেনকে প্রধান বক্তা হিসেবে রাখলে মনে হয় এটা সামঞ্জস্যপূর্ণ হয়। তবে ড. কামাল হোসেনকে প্রধান অতিথি করার কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। ঢাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর তার বক্তব্যে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ২৪ অক্টোবর প্রকাশ্যে কর্মসূচির সূচনা করবে। আমাদের সকল বিষয়ে ভাল প্রস্তুতি থাকতে হবে। পরে পৌঁনে ৬টায় মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হয়। বৈঠকে সিলেট জনসভা সফল করার লক্ষ্যে নানা মতামত উঠে আসছে। বৈঠক এখন চলছে। যার নাম দেওয়া হয়েছে ঐক্যফ্রন্টের সমন্বয় ও স্টিয়ারিং কমিটির যৌথ সভা।

অন্যান্য সংবাদ