শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০১৮, ১২:৩৪ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে প্রেমিকের মায়ের অপমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

খেলাফত হোসেন, পিরোজপুর :  জেলার নাজিরপুরে প্রেমিকের মায়ের অপমান সইতে না পেরে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দীর্ঘা ইউনিয়নের মাদারবাড়ী গ্রামে। নিহত কলেজ ছাত্রীর নাম অপু হালদার (১৮) ওই গ্রামের চরম অসহায় ধরনী হালদারের ছোট কন্যা এবং স্বরূপকাঠী সরকারী কলেজের বাংলায় অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

নিহতের সেজো বোন পপি হালদার জানান, তার ছোট বোন অপু হালদারের সাথে বাড়ির সামনের খালের অপর পারের সুকলাল ঢালীর পুত্র খুলনার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যায়নরত তন্ময় ঢালীর সাথে দীর্ঘ দিন ধরে প্রেম চলছে। কিন্তু শুক্রবার সন্ধার দিকে হঠাৎ তন্ময় ঢালীর মা মলিনা ঢালী তাদের বাড়িতে এসে ছোট বোন অপুকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এর পরেই অপমান সইতে না পেরে ক্ষোভে তার বোন অপু আত্মহত্যার উদ্দেশ্যে ঘরে থাকা কিটনাশক পান করে।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নেছারাবাদ ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। ওই বাড়ির পাশের ও দীর্ঘা এমএল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন হালদার জানান, নিহতের বাবা অসহায় হওয়ায় তিনি এ ব্যাপারে কোন মামলা করতে পারেন নি। এ ঘটনার পর অভিযুক্ত তন্ময় ঢালী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ওই বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নি।

থানা পুলিশের অফিসার ইনচার্জ এসএম সুলতান মাহমুদ জানান, আত্মহত্যার বিষয়টি শুনেছি, তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাই নি। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা উঠে পড়ে লেগেছে বলে নিহতের পারিবারের দাবী ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়