শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ১১:৫৬ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারিদ্র্যের হার ১০ শতাংশে আনতে আরও সময় লাগবে : অর্থমন্ত্রী

সাজিয়া আক্তার : ‘দারিদ্র্যের হার ১০ শতাংশে কমিয়ে আনতে আরও ৭ থেকে ৮ বছর দারিদ্র্য নিরসন কর্মসূচি অব্যাহত রাখতে হবে।’

রোববার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এর কিশোর-কিশোরী সম্মেলন এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সূত্র : ডিবিসি টেলিভিশন

সম্মেলনে অর্থমন্ত্রী জানান, আগামী ৭ থেকে ১০ বছর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রা হলো আমরা অন্ততপক্ষে দারিদ্রসীমাটাকে ১০ শতাংশে নিয়ে যাব। এই দশ শতাংশে নিয়ে যাবার জন্য আমরা অনেক কার্যক্রম গ্রহন এবং অনুসরণ করছি। সেটাকে সাত-আট বছর চালিয়ে নিতে পারলেই আমরা লক্ষ্যে পৌঁছে যাব।’

সম্মেলনে সবগুলো জেলা থেকে ৭১০ জন কিশোর-কিশোরী অংশ নেয়। তাদের আলোকিত মানুষ হবার শপথ বাক্য পাঠ করান পিকেএসএফ চেয়ারম্যান ড.খলীকুজ্জমান আহমদ।

তিনি জানান, পিকেএসএফ এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় সারাদেশের ১১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানর ১ লাখ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে বাছাই করা কিশোর কিশোরীদের নিয়ে এ সম্মেলনের আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়