শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ১০:৫৪ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে মুরগী ও মাছের ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা

তৌকির আহাম্মেদ, সাভার: সাভারে ট্যানারির বর্জ্য দিয়ে মুরগী ও মাছের ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় ওই কারখানাটি সিলগালা করে র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব ৪ জানায়, দীর্ঘ দিন ধরে ওই ভেজাল খাদ্য তৈরির কারখানায় ট্যানারির বর্জ্য দিয়ে মুরগী ও মাছের খাদ্য তৈরি করে বিক্রি করে আসছিলো কারখানা কতৃপক্ষ। পরে দুপুরে র‌্যাব ৪ ওই কারখানাটিতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায়। এসময় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার ই আলম ওই ভেজাল খাদ্য কারখানাটি সিলগালা করে দেয় ও মুরগী মাছের জন্য মজুত রাখা কয়েকশত বস্তা খাদ্য পুড়িয়ে মাটিতে পুতে রাখে।

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার ই আলম বলেন, সাভারে সকল ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা করে দেওয়া হবে। ওই ভেজাল খাদ্য তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়ায় র‌্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ট্যানারির বর্জ্য দিয়ে মুরগী ও মাছের তৈরি খাবার মুরগী ও মাছ খেলে মানুষের ক্যান্সারসহ নানা রোগ হতে পারে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক ড.খবির উদ্দিন।

এছাড়া সাভারের জয়নাবাড়ি এলাকায় অলিয়াম লুব্রিকেন্টস বিডি লিমিটেড নামের একটি পোড়া মবিল তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাব।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম, সাভার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলে রাব্বীসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়