Skip to main content

একশ টেস্ট খেলে বিদায় নিতে চান টেইলর

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ড দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রস টেইলর। ক্রিকেটের সবগুলো ফরম্যাটেই ব্ল্যাকক্যাপসদের হয়ে দলের হাল ধরেন তিনি। নিজের টেস্ট ক্যারিয়ার আরো দীর্ঘ করার আশা করছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। অবসরে যাওয়ার আগে অন্তত ১০০টি টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন তিনি। কিউইদের জার্সি গায়ে ক্যারিয়ারের শততম টেস্ট খেলার মাইলফলক থেকে ১৫ টেস্ট দূরে আছেন তিনি। টেইলর আশা করছেন ২০২০ সালের মধ্যে তিনি শততম টেস্ট খেলতে পারবেন। নিজের টেস্ট ক্যারিয়ার নিয়ে টেইলর বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি যে আমি বিশ্বকাপ জিততে চাই। তবে অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্ট খেলাটা দারুণ কিছু। অবসরে যাওয়ার আগে ১০০ টেস্ট খেলতে পারলে ভালো লাগবে। কিন্তু সেটা এখনো দীর্ঘ পথ। তবে আমি যদি মানসিক ও শারীরিকভাবে ফিট থাকি তাহলে হয়তো সেটা অর্জন করা সম্ভব।’ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি, তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাবেন টেইলর। সাত মাস বিরতিতে থাকার পর ক্রিকেটে ফিরতে যাচ্ছে কিউই দল। সর্বশেষ মার্চ-এপ্রিলে ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলেছিল ব্ল্যাকক্যাপসরা। এর মধ্যে জাতীয় দলের হয়ে না খেললেও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা বিভিন্ন টি-টোয়েন্টি লিগ ও কাউন্টি ক্রিকেটে খেলেছেন।