শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০৯:৫০ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ড. কামাল হোসেনকে ভাড়া করেছে : বাণিজ্যমন্ত্রী

জুয়েল সাহা, ভোলা:  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি’র এখন দুর্দিন। তাদের কোন নেতা নেই। ওদের বড় নেতা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি হয়ে জেলে রয়েছে। আর তার ছেলে খুন মামলার আসামী। শুধু তাই না খালেদার ছেলে এর আগেও বাংলাদেশের অর্থ বিদেশে পাচারের কারণে জেল হয়েছে। তাকে বানিয়েছে দলের চেয়ারম্যান। আর যখন দেখলো খালেদার পুত্রকে দেশ-বিদেশের মানুষ তা পছন্দ করেনা তখন ড. কামাল হোসেনকে ভাড়া করেছে। যে কামাল হোসেন নিজে কখনো সরাসরি ভোটে বিজয়ী হননি।

রবিবার সকালে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদরের বাপ্তা এলাকার টবগী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একাদশ সংসদ নির্বাচনে বাপ্তা ইউনিয়নের কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার সভাপতিত্বে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, একটা টকশোতে নারী সাংবাদিক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মাসুদা ভাট্টিকে মইনুল হোসেন বলেছে সে নাকি চরিত্রহীন। আর এজন্য বাংলাদেশের নারী সমাজ মইনুল হোসেনকে ধিক্কার দিচ্ছে।

তিনি আরো বলেন, এই মইনুল হোসেন ২০০৫ সালে ৩০ ই ডিসেম্বর শিবিরের প্রতিনিধি সম্মেলনে বলেছেন শিবির নাকি একটা নাম করা দল, সে তাদের পক্ষে আছে। অথচ এই শিবির ১৯৭১ সালে মা বোনদের ইজ্জত লুট করেছে, একাত্তরের মুত্তিযোদ্ধাদের হত্যা করেছে।

এসময় বাণিজ্যমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীবসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়