Skip to main content

আখাউড়া স্থলবন্দরে আমদানী-রফতানির বন্ধের সময় বাড়লো

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুর্গাপূজার ছুটি শেষ হয়ে খোলার আগেই ফের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে এ বন্দর দিয়ে ভারতের আগরতলায় পণ্য রফতানির কথা ছিল। তবে আগরতলা বন্দরে আমদানি-রফতানিকারক সংগঠনের নতুন কমিটি গঠন ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য নিতে অনীহা প্রকাশ করেছেন সেখানকার ব্যবসায়ীরা। গতকাল (২০) অক্টোবর শনিবার রাতে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সূএ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, রোববার পণ্য আমদানি-রফতানি শুরুর কথা ছিল। কিন্তু হঠাৎ করে আগরতলার ব্যবসায়ীরা জানিয়েছেন তারা ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো পণ্য নেবেন না। তবে ২৬ অক্টোবর থেকে পণ্য নেবেন বলে জানিয়েছেন। হঠাৎ করে আগরতলার ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের কারণে বেশ কয়েকটি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। এর আগে দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।