শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০৮:৫৯ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শাকিব-অপুর সিডিউল না পাওয়ায় ফেঁসেছে তিন ছবি’

মহিব আল হাসান: এক সময়ের সফল জুটি শাকিব-অপু। সাবেক এই জুটির কারণে আটকে আছে তিনটি ছবির কাজ। ছবিগুলো হলো মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’ কালাম কায়সারের ‘মা’ এবং জি সরকারের ‘লাভ ২০১৬’। এই ছবি তিনটির অল্পকিছুর কাজ বাকি থাকলেও শাকিব অপুর সিডিউলের কারণে আটকে আছে।

ছবিগুলোর কাজ শেষ করার শিডিউল দিলেও তা রক্ষা করছেন না এই জুটি। সর্বশেষ এই জুটির ছবি পাঙ্কু জামাই মুক্তি পায়। এ ছবিটির কাজ ডামি ব্যবহার করে টেনেটুনে শেষ করা হয়েছে। তবে ফেঁসে গেছেন তিন ছবির পরিচালক-প্রযোজক। এই দুই তারকার শিডিউল না পাওয়ায় ছবিগুলোর কাজ এখনও শেষ করতে পারেননি।

‘লাভ ২০১৬’ পরিচালক জি সরকার জানান, আর কয়েকদিন শুটিং করলে ছবিটির কাজ শেষ হতো। কিন্তু তাদের শিডিউলের কারণে ছবির কাজ শেষ করতে পারিনি। আর ইতোমধ্যে কয়েক দফায় ছবির নামও পরিবর্তন করতে হয়েছে। বিগত দুইবছর ধরে ছবির কাজ করতে চেষ্টা করছি, কিন্তু পারিনি। তবে ছবির নাম আবারও পরিবর্তন করে ‘লাভ ২০০০’ রেখেছি।

জি সরকার আরও জানান, ‘আমরা একটি ছবি বানাতে অনেক পরিশ্রম করি। প্রযোজক অনেক টাকা লগ্নি করেন। সেখানে যদি ছবির কলাকুশলীরা এমন আচরণ করেন তাহলে ছবি বানানোর আগ্রহ হারিয়ে ফেলবে। অনেক চেষ্টা করেও দু’জনের শিডিউল মিলাতে পারছি না। শাকিব খান শিডিউল দিলে অপু বিশ্বাসের শিডিউল পাওয়া যায় না। অপু বিশ্বাসের শিডিউল পাওয়া গেলে শাকিব খানের শিডিউল পাওয়া যাচ্ছে না। এরফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রযোজক। একপর্যায় আইনি নোটিশ পাঠিয়েও কোনও কাজ হয়নি।

মনতাজুর রহমান আকবর বলেন, ‘শুিকব অপুর এখন ক্যারিয়ার যে অবস্থায় তাতে তারা কাজ করবেন কী করবেন না সেটা তারাই ভালো জানেন। আমি মনেকরি তারা আমাকে কাজটা করে দিবে।

এবিষয়ে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘ আমাদের কাছে কোনও অভিযোগ নেই এই বিষয়ে। যদি অভিযোগ করত কেউ তাহলে অবশ্যই প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়