শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলমেট ব্যবহারে উদ্যোগী করতে সাতক্ষীরায় পুলিশের মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা প্রতিনিধি: হেলমেট ব্যবহারে সাধারণ জনগণকে উদ্যোগী করতে সাতক্ষীরা শহরে পুলিশের মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে রবিবার সকালে পুলিশ লাইন হতে এ মহড়াটি অনুষ্ঠিত হয়।

মহড়াটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনারোড মোড়ে এসে শেষ হয়। উক্ত মহড়ায় এ সময় নেতৃত্ব দেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।

মহড়ায় আরো অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ, সহকারি পুলিশ (তালা-পাটকেলঘাটা সার্কেল) অপু সারয়ার, সহকারি পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলীসহ সকল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সকল পুলিশ সদস্যগণ।

পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ি ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ যাতে যানবহনের কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেড ব্যবহার বাধ্যতামূলক করতে পারে তার জন্য পুলিশের এই মহড়া।

তিনি আরো বলেন, সাতক্ষীরার জনগণ যাতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করে তাদের জীবনের নিরাপত্তার জন্য হেলমেড ব্যবহারের উদ্দেশ্য নিয়ে ট্রাফিকের গতিশিলতা বৃদ্ধির জন্য এ মহড়াটি অনুষ্ঠিত হয়। একই সাথে তিনি আগামী সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হওয়ার লক্ষ্যে যাতে কেউ কোন সমাজবিরোধী কাজ না করে সে জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়