Skip to main content

মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে ৩৪ প্রজাতির নতুন উদ্ভিদ যুক্ত

স্মৃতি খানম : ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে নতুন করে ৩৪ প্রজাতির উদ্ভিদ যুক্ত হচ্ছে। এছাড়াও বৃক্ষসম্ভার সমৃদ্ধ করতে বিভিন্ন এলাকার উদ্ভিদ উদ্যানের সঙ্গে সর্ম্পক তৈরির জন্য উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। মণিলা, বনজাম, মোমচিনি দেশে-বিদেশি এমন ৩৪টি নতুন প্রজাতির উদ্ভিদ যুক্ত হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যানে। এ নিয়ে এখানে উদ্ভিদ প্রজাতির সংখ্যা দাঁড়াচ্ছে ১ হাজার ৮৪টি। উদ্যানের নার্সারিতে চারাগুলো বিশেষ যত্নে কিছুটা বড় করা হচ্ছে। এরপর রোপন করা হবে। এরই মধ্যে বেশকিছু উদ্ভিদ রোপণ করাও হয়েছে। খুঁজে খুঁজে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণরে ওপর জোর দেওয়ার কথা বলছেন উদ্যানরে পরচিালক। উদ্ভিদের সম্ভার বাড়াতে দেশের বিভিন্ন এলাকার বাগানের সঙ্গে চারা লেনদেনের সর্ম্পক তৈরির কথাও বলেছেন তিনি। জাতীয় উদ্ভিদ উদ্যানকে পরিপূর্ণ বাগান হিসেবে গড়ে তুলতে উদ্ভিদবিদদের পরামর্শ নিচ্ছেন উদ্যান কর্তৃপক্ষ। সূত্র: চ্যানেল আই

অন্যান্য সংবাদ