Skip to main content

আজ খেলা হচ্ছে না রুবেলের, পরের ম্যাচ নিয়েও অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক: রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে তার খেলা হচ্ছে না তা জানিয়েছেন মিনহাজুল আবেদীন, ‘রুবেলতো জ্বরে ভুগছিলো তাই এই ম্যাচে আমরা ওকে বিবেচনা করবো না। যেহেতু ও পুরোপুরি সুস্থ হয়নি তাই ওকে ছাড়াই আমাদের নামতে হবে।’ঢাকায় প্রথম ওয়ানডের পর পরের দুই ওয়ানডে হবে চট্টগ্রামে। দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নেও নিশ্চিত কোনও তথ্য দিতে পারলেন না প্রধান নির্বাচক, ‘পুরোপুরি সুস্থ থাকলে চট্টগ্রামের ওয়ানডেতে ও আমাদের ভাবনায় থাকবে। তখন ওকে বিবেচনায় রাখবো।’ আগেই জানা গিয়েছিলো রুবেল রবিবার খেলতে না পারলে তার জায়গা নিতে পারেন আবু হায়দার রনি অথবা সাইফউদ্দিন। আক্রমণাত্মক ব্যাটসম্যান আরিফুল হকও রয়েছেন এই তালিকায়। কারণ মিডিয়াম পেস বোলিংও করতে পারেন তিনি।